পাড়া_মহল্লার_নিত্যপ্রয়োজনীয়_দোকান_বিকাল_৪টা_পর্যন্ত_খোলা_থাকবে
পাড়া_মহল্লার_নিত্যপ্রয়োজনীয়_দোকান_বিকাল_৪টা_পর্যন্ত_খোলা_থাকবে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকায় প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরাগুলো ২৮ এপ্রিল, ২০২০ রোজ মঙ্গলবার থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন। তবে কেউ ফুটপাতে কোন ধরণের ইফতারির পশরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
সম্মানিত নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেঁস্তোরা থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেঁস্তোরায় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।
ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
উদ্ভুত এ সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
#পাড়া_মহল্লার_নিত্যপ্রয়োজনীয়_দোকান_বিকাল_৪টা_পর্যন্ত_খোলা_থাকবে
ডিএমপির অাওতাধীন বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬:০০ টা থেকে দুপুর ২:০০ টার পরিবর্তে প্রতিদিন সকাল ৬:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত খোলা থাকবে। সম্মানিত নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি ক্রয় করতে পারবেন।
তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভুত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
#কারওরান_বাজারে_নিত্য_প্রয়োজনীয়_দ্রব্য_সামগ্রী_ক্রয়_বিক্রয়ের_নতুন_সময়সূচী
কারওরান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়-বিক্রয়ে নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী সন্ধ্যা ৭:০০ টা থেকে সকাল ৬:০০ টা পর্যন্ত সকল পণ্য সামগ্রী গাড়ি থেকে আনলোড করতে হবে। উল্লেখিত সময় অর্থাৎ সন্ধ্যা ৭:০০ টা থেকে সকাল ৬:০০ টার মধ্যে পাইকারী ক্রেতাগণকেও তাদের পণ্য ক্রয় করে বাজার ত্যাগ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি ও কাওরান বাজারের মালিক সমিতির সদস্যগণের যৌথ সভায় আরও সিদ্ধান্ত হয়, পণ্য বিক্রয়কালীন বিক্রেতা, বিক্রেতার সহকারী (সর্বোচ্চ একজন) ও ক্রেতা সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস্ পরিধান করবেন এবং উভয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ বাজারে আগত ক্রেতা, বিক্রেতা পণ্য পরিবহণ ও মালামাল ওঠানামার সাথে জড়িত সকলের জন্য সাবান ও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবেন। এছাড়াও বাজারে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন যাতে ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়।
বাজার কমিটি পৃথক পৃথক প্রবেশ ও বাহির পথের ব্যবস্থা করবেন যাতে সকলের সামাজিক দূরত্ব বজায় থাকে এবং এক ব্যক্তি অন্য ব্যক্তির সংস্পর্শে না আসে।
কারওয়ান বাজার এলাকায় হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোন ধরণের খাবার কিংবা পণ্যসামগ্রী বিক্রয় করা যাবেনা।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।
#আপনার_যখন_বন্ধু_নেই
#বন্ধু_তখন_বাংলাদেশ_পুলিশ
সংবাদসূত্র: ডিএমপি নিউজ
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল