ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৯ এপ্রিল/২০২০) ধানকাটা কর্মসূচীতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি। উপজেলা ছাত্রলীগ আয়োজিত এ কর্মসূচীতে কৃষকের ধান বাড়িতে পৌঁছানো পর্যন্ত তিনি ছিলেন ছাত্রলীগের কর্মীদের সঙ্গে।
উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল গ্রামের কৃষক মোঃ জায়দুল ইসলামের ৫০শতাংশ জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ধানকাটা কর্মসূচীতে অংশ নেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল