ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৫ নং ওয়ার্ডের দিগারকান্দা মধো পাড়া নির্মানাধীন ফায়ার সার্ভিস অফিসের নিকট কাদির এর মোড়ে ২৯ এপ্রিল বুধবার প্রথম বারের মত টিসিবির পণ্য বিক্রয় করা হয়। টিসিবির তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর, বিক্রয় করা হয়। এলাকাবাসী উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে এসব পন্য ক্রয় করেন। দির্ঘদিন যাবৎ এলাকাবাসীর দাবী ছিল টিসিবির পণ্য ক্রয়ের। আজ তাদের এই দাবী পুরন হলো। ২৫ নং ওয়ার্ড বাসীর দাবী মাঝে, মাঝে, উক্ত স্হানে টিসিবির পণ্য সরবরাহ করা হোক।