১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খুলনা বাগআঁচড়ায় ডাক্তার দম্পতির খাদ্য সামগ্রী বিতরন।
২৯, এপ্রিল, ২০২০, ৮:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

দেশের ক্রান্তি সময়ে ঘরবন্দি মানুষের কথা চিন্তা করে যশোর জিলার শার্শা উপজিলার বাগআঁচড়া সাতমাইলে অবস্থিত “জোহরা মেডিকেল সেন্টার” এর পক্ষ থেকে খাদ্য-সামগ্রী বিতরন করা হয়। লকডাউনের কারনে প্রত্যেকটি মানুষ কর্মহীন হয়ে ঘরে বসে সময় পার করছেন। ঘরে অবস্থান করার কারনে দিন আনা দিন খায় মানুষগুলো পড়েছে বিপাকে। দিন মজুরেরা পরিবার পরিজন নিয়ে অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছেন। বন্ধের ঘোষনা যত বাড়ছে,মানুষও তত অসহায় হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান,সমাজসেবক,রাজনৈতিক দল সমুহ এবং প্রতিষ্ঠিত ব্যাক্তিরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আজ বুধবার(২৯ এপ্রিল) বিকালে শার্শা উপজিলার বাগআঁচড়ার সাতমাইলের “জোহরা মেডিকেল সেন্টার” প্রতিবারের ন্যায় ঐ এলাকার প্রায় ১০০ জন হতদরিদ্র এবং দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে।

ঐ মেডিকেল সেন্টারের স্বত্তাধীকারি এবং পরিচালনাকারী ডাক্তার মোঃহাবিবুর রহমান,এমবিবিএস এবং ডাক্তার নাজমুন্নাহার রানী,ডাক্তার দম্পতিদ্বয় তাদের নিজ অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।

দেশের এই মহা সংকটময় সময়ে মানুষকে যেমন চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন, তেমনি মানুষের কষ্ট দেখে পাশে এসে দাঁড়িয়েছেন জোহরা মেডিকেল সেন্টারের ঐ ডাক্তার দম্পতি।

খাদ্য বিতরন কালীন সময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। প্রত্যেক দুঃস্থদের মাঝে চাল-৫কেজি,ডাল-১কেজি,আলু-২কেজি ও ১কেজি করে গরুর মাংশ তুলে দেওয়া হয়।

এ সময় চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,সরকারি নির্দেশনা মেনে চলুন এবং জরুরী প্রয়োজন ছাড়া কেহউ ঘরের বাহির হবেন না। আপনাদের এসব খাদ্য সামগ্রী এজন্যই দেওয়া হচ্ছে যাতে আপনারা ঘর থেকে বের না হন। সুতরাং আপনারা নিরাপদে থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন।