স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ গ্রামম হেরোইনসহ আলোচিত ও চিহিৃদ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম এমদাদুল হক। সে জেলা সদরের চর ভবানীপুরের আসাদুজ্জামান আনসারীর ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় এসআই আলাউদ্দিন বাদল তাকে গ্রেফতার করে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আলোচিত ও চিহিৃত এই মাদক ব্যবসায়ীর নামে বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলাশেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।