১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, সারা বাংলা সাংবাদিক খোকনের মৃত্যুতে সেতুমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর শোক
২৯, এপ্রিল, ২০২০, ৯:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ূন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য প্রতিমন্ত্রীর অপর এক শোক বার্তায় হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও ভালো মানুষকে হারালো। ক্ষুরধার লেখনী ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের জন্য তিনি সবার মাঝে বেঁচে থাকবেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ূন কবীর খোকনের মৃত্যু হয়।