১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক মেয়র ইকরামুল হক টিটু প্রদেয় খাদ্য উপহার বিতরণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা সুমন ঘোষ।।
২৯, এপ্রিল, ২০২০, ১০:৪৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

আধুনিক সৌন্দর্য্যমন্ডিত পরিবেশবান্ধব ময়মনসিংহ মহানগরী গড়ার রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অাস্থাভাজন ও বিশ্বস্ত নেতৃত্ব ময়মনসিংহ মহানগর অাওয়ামী লীগের সহ-সভাপতি ও মসিকের জনবান্ধব মেয়র জননেতা মো: ইকরামুল হক টিটু দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রগনের মাঝে সর্বপ্রথম তার প্রানপ্রিয় নগরাসীকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এই অাকস্মিক দুর্যোগে যেনো নগরের একটি অধিবাসীও অভুক্ত না থাকে সেজন্য মহাপরিকল্পনা গ্রহন করেছেন।

মানবসেবাই যার জীবনের অন্যতম ব্রত সেই মানবিক নগরপিতা ইকরামুল হক টিটু নিজ জীবনের ঝুঁকি নিয়ে নগরবাসীকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে সর্বপ্রকার সহযোগিতার অাশ্বাস প্রদান করে নিজে মহানগরীর ৩৩ টি ওয়ার্ডে বিচরণ করছেন নগরবাসীর কল্যাণে।মানবজাতির এই ক্রান্তিলগ্নে অাকস্মিক কর্মহীন হয়ে পড়া
অাকস্মিক অভাবগ্রস্ত মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বন্টন ছাড়াও মানবিক বিপর্যয়রোধে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫০ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার অাকারে তাদের দোড়ঘোড়ায় পৌছে দিয়েছেন।তিনি শহরের প্রায় ৩০০ টি স্পটে হাত ধোয়ার ব্যবস্থা ,নিয়মিত জীবানুনাশক দ্বারা নগরীর সড়কগুলো ধৌতকরণের ব্যবস্থা,শহরের প্রধান কাচাবাজার কাচারিঘাটে স্খানান্তর,জীবানুনাশক টানেল স্থাপন সহ করোনা প্রতিরোধযুদ্ধের একজন সুযোগ্য সেনাপতি হিসেবে অাভির্ভূত হয়ে নগরবাসীকে রক্ষায় সরকারের সকল প্রশাসনিক পর্যায় তথা সামাজিক ও স্বেচ্ছাসেেবী সংগঠনসমূহের সাথেও সর্বাত্মক সমন্বয় রক্ষা করে এগিয়ে চলছেন অদম্য গতিতে। মাননীয় প্রধানমন্ত্রীও ভিডিও কনফারেন্সে তাঁর একান্ত আস্থাভাজন মসিক মেয়র ইকরামুল হক টিটুকে নগরীর পরিচ্ছন্নতাসহ নগরবাসীর পাশে দাড়ানোর প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং মেয়র কর্তৃক গৃহীত কার্যক্রম সবিস্তারে শ্রবন করে সন্তোষ প্রকাশ করেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তার পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকদের ধান কাটা,
খাদ্যসামগ্রী উপহার অাকারে বিতরণ,পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরী বিতরণ,
সুরক্ষাসামগ্রী বিতরন সহ এমনকি নিত্যপ্রয়োজনীয় শাক-সব্জি ও রান্না করা খাবারও বিতরণ করছেন।
ময়মনসিংহ শহরের রাজনৈতিক,পেশাজীবি সংগঠন সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমেও খাদ্যসহায়তা উপহার প্রেরন তিনি অব্যাহত রেখেছেন।করোনা ভাইরাসজনিত অাপদকালীন অবস্থার শুরু থেকেই তিনি নগরবাসীকে পরম মমতায় অাগলে রেখেছেন,দলমত নির্বিশষে নগরবাসী তার প্রশংসায় পঞ্চমুখ।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মতামত ব্যক্ত করেছেন এভাবে…ময়মনসিংহ নগরবাসীর এই মানবিক বিপর্যয়কালে অন্যান্য জনপ্রতিগণসহ বেশীরভাগ নেতাকর্মী যখন করোনাভীতিতে হোম কোয়ারেন্টাইনে অাছেন,সেসময় মেয়র টিটু মৃত্যুভয়ে ভীত না হয়ে নগরবাসীর পাশে সার্বক্ষনিক অাছেন এবং বারবার অাহবান জানাচ্ছেন অনুগ্রহ করে অাপনারা করোনা ঝুঁকিমুক্ত থাকতে ঘরে থাকুন,অাপনাদের জন্য অামি বাইরে অাছি ও সকল প্রয়োজনে অামাকে পাশে পাবেন।
উল্লেখ্য বঙ্গবন্ধুর অাদর্শের উত্তরাধিকার জননেতা ইকরামুল হক টিটু অাকস্মিক দুর্যোগে প্রকৃত অভাবগ্রস্থ কতিপয় পরিবার মাঝে খাদ্যসহায়তা উপহার অাকারে বন্টনের জন্য সাবেক কারানির্যাতিত তুখোড় ছাত্রলীগ নেতা এবং অাওয়ামী লীগ মনোনীত পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার সুমন চন্দ্র ঘোষকে যে গুরুদায়িত্ব প্রদান করেন তিনি তা পালনে সর্বাত্মক ভূমিকা পালন করেন এবং স্বশরীরে উপহার গ্রহীতা প্রকৃত অভাবী মানুষের মাঝে তাদের সামাজিক সম্মান অক্ষুন্ন রেখে মেয়র প্রদেয় খাদ্যউপহার বন্টন করতে সক্ষম হন।
বিশেষভাবে উল্লেখ্য মুক্তচিন্তার অধিকারী অাওয়ামী লীগ অন্ত:প্রান ও নিবেদিতপ্রাণ কর্মী সুমন চন্দ্র ঘোষ বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগকালীন সময়ে করোনা প্রতিরোধে যেসকল করণীয় পন্থা রয়েছে সেসকল পন্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অাপডেট দিচ্ছেন এবং ময়মনসিংহের সর্বমহলে প্রশংসিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত ময়মনসিংহের লাইভ শো উপস্খাপনার মাধ্যমে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক,জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হেসেন বাবুল ও করোনাযুদ্ধে মানবিক সেবায় বাংলাদেশের মডেল জনপ্রতিনিধি মসিক মেয়র মো: ইকরামুল হক টিটুর উপস্থিতির মাধ্যমে নগরবাসীকে করোনাকালীন স্বাস্থ্যনির্দেশনা ও এতদ্বঞ্চলে প্রয়োজনীয় করণীয় স্বম্বন্ধে নেতৃবৃন্দের অবস্থান ও চিকিৎসদের ভূমিকা ব্যক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহন করেন।