১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা করোনামুক্ত থাকতে আপনারা নিজগৃহে থাকুন,আপনাদের সেবায় আমি সার্বক্ষনিক পাশে আছি–মসিক মেয়র টিটু
২৯, এপ্রিল, ২০২০, ১১:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারীতে ময়মমনসিংহ মহানগরবাসীকে নিরাপদ রাখতে এবং তাদেরকে প্রয়োজনীয় সেবা প্রদান করার নিমিত্তে ময়মনসিংহ সিটি করপোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুল হক টিটু সার্বক্ষনিক নগরবাসীর পাশে নিয়োজিত আছেন।

তিনি এক ভিডিওবার্তায় বলেন, প্রিয় নগরবাসী,আমি জানি বৈশ্বিক মহামারি এই করোনা ভাইরাসে আতংকিত সকল সারাবিশ্ব।করোনা আজ পুরো দুনিয়ার এক আতংকের নাম।আজ অামি আপনি সবাই কঠিন সময় পার করছি। আশা করি এই বিপদ আমরা কাটিয়ে উঠবো তবে সেই জন্য আপনাদের সাহায্য আমার খুব দরকার।

প্রানপ্রিয় নগরবাসী আপনাদের জন্য আমি আজ মেয়র, জনগনের সেবা ও নিরাপত্তা দেয়া আমার প্রধান কাজ, আমি চাইলে নিজে গৃহে অবস্থান করতে পারতাম, তবুও জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের খোজ খবর নিচ্ছি,প্রতিনিয়ত বের হচ্ছি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নিরন্তর কাজ করে যাচ্ছি,ওনার দেওয়া খাদ্য উপহার সামগ্রী ঘরে পৌছে দিচ্ছি।আমার ব্যক্তিগত উদ্যোগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বিতরণকৃত খাদ্যসামগ্রী ইতিমধ্যো আপনারা পেয়েছেন, পেয়ে যাচ্ছেন এবং করোনা সংকটে আগামীতেও পাবেন।এ খাদ্যসামগ্রী অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

আমি খেলে আপনারাও খাবেন,কেউ না খেয়ে থাকবেন না।কারন আপনারাই আমার অক্সিজেন। আপনারা সুস্থ থাকলেই আমি সুস্থ থাকবো। আপনাদের থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে কিছুই নেই।

আপনাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ ঘরে থাকুন, নিজ বাসা বাড়িতে অবস্থান করুন। শুধু মাত্র মেডিসিন, প্রয়োজনীয় খাবার,পানীয় দোকান গুলো খোলা রাখবেন। সরকারের পক্ষ থেকে প্রতিটি নাগরিকের দোড়ঘোড়ায় আমরা প্রয়োজনীয় সহায়তা পৌছে দিচ্ছি।তাছাড়া আপনাদের যখন যা লাগে আপনাদেরকে দেয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের বাসায় সব কিছু পৌছে দেয়ার চেষ্টা করা হবে। তবুও নিজেকে বিপদমুক্ত রাখতে ও অন্যকে বিপদে না ফেলতে আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া বের হবেন না।

আবারো কড়জোড়ে অনুরোধ করছি ঘরে থাকুন,পরিবারকে বাঁচান,দেশ ও দেশের মানুষকে বাচাঁন।

আপনাদেরকে আশ্বস্ত করছি, ভয় নেই কাউকে অনাহারে মরতে হবে না। আপনারা সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউনকালীন সময়ে নিজ বাসায় অবস্থান করুন,স্বাস্থ্য সচেতন থাকুন। আপাতত নগরী লকডাউন করে দিচ্ছি।আমার উপর আপনারা আস্থা রাখুন।আশা করি সৃষ্টিকর্তার দয়ায় শীঘ্রই আমরা এই সংকট কাটিয়ে উঠবো। এই জন্য প্লিজ আপনারা আমাকে সহযোগিতা করুন।আমি আপনাদেরই একজন,অামি শুধু মেয়র নই এই শহরের একজন নাগরিকও।
আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি, আমার জন্য দোয়া করবেন অামি যেনো সবসময় আপনাদের পাশে থাকতে পারি।