করোনা ভাইরাসজনিত বৈশ্বিক মহামারীতে অাকস্মিক কর্মহীন অভাবগ্রস্তদের পবিত্র ররমজান মাসে লোক সমাগম এড়িয়ে অন্ধকার ঝঁড়ের রাতে ত্রান নিয়ে ছুটছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের হটলাইন সেবা টিম। ময়মনসিংহ জেলা পুলিশের মোবাইল ফোন হটলাইন সেবা চালু রয়েছে রাত-দিন ২৪ ঘন্টা।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির দেয়া ত্রান এভাবেই কর্মহীন ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে ময়মমনসিংহ জেলা পুলিশেরর সদস্যরা ।
বুধবার ২৯ এপ্রিল, মধ্যরাতে নগরীর চরকালিবাড়ী এলাকায় শতাধিক পরিবারের মাঝে হটলাইনে চাহিদাকৃত ত্রান পৌঁছে দেয় ডিবি পুলিশের টিম।
সম্প্রতি টাউন হলে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ত্রান বিতরণ করলে সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। যেখানে কোনভাবেই সামাজিক দুরত্ব নিশ্চিত করা সম্ভব নয়। শৃঙ্খলা ও চাহিদা অনুযায়ী বন্টনের জন্য মোবাইল নম্বর দিয়ে হটলাইন সেবার মাধ্যমে কাজটি করার দায়িত্ব নেয় ময়মনসিংহ জেলা পুলিশ। তাই যারাই হটলাইন নাম্বারে ফোন করে সহায়তা চাইছেন, তাদের বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ সুপার মো. অাহমার উজ্জামানের নির্দেশনায় খাদ্য উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন জেলা গোয়েন্দা পুলিশ।