র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকশ আভিযানিক দল গতকাল ২৯ এপ্রিল বুধবার রাত ০২.৩০ ঘটিকার সময় রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর, সেকশন ০৬ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরর সক্রিয় সদস্য এইচ এম সানাউল্লাহ @ সবুজ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এইচ এম সানাউল্লাহ @ সবুজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তার নিকট হতে হিযবুত তাহরীর লিফলেট, বিজ্ঞপ্তি, হিযবুত তাহরীর সমন্ধীয় লেখা এবং মতবাদ ও বই এর সফট কপি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ও ল্যাপটপ ব্যাবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এ্যাপসঃ ইমু, ম্যাসেঞ্জার এবং ইউবটিউব এর মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সপক্ষে বিভিন্ন ধরনের প্রচারনা চালিয়ে আসছিল। অনলাইনে হিযবুত তাহরীর অন্যান্য সদস্যদের সাথে পরিচিতি, যোগাযোগ রক্ষা ও প্রচার প্রচারনা চালিয়ে আসছিল। উদ্ধারকৃত লিফলেটে ‘বর্তমান সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য, মিথ্যা অপপ্রচার, বিভিন্ন ধরণের গুজব, সাম্প্রতিক করোনা ভাইরাস নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ভ্রান্ত ধারনা সম্বলিত প্রচারনা রয়েছে। লিফলেটে বর্র্তমান সরকারের শাসন ব্যবস্থাকে তাগুতি আখ্যা দিয়ে অনতিবিলম্বে এ ব্যবস্থা অপসারণ করা এবং কথিত খিলাফত পূনঃ প্রতিষ্ঠার আহবানকরা হয়েছে।
গ্রেফতারকৃত এইচ এম সানাউল্লাহ@ সবুজ(৩৩) পেশায় একটি বেসরাকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত। সে ছাত্র জীবন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাথে জড়িত। ২০১৭ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। পরবর্তীতে জেল থেকে বের হয়ে পুনরায় সে সাংগঠনিক কার্যক্রমে তৎপর হয়ে উঠে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।