৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন বেলা হাদিদ সবচেয়ে সুন্দরী
১৭, অক্টোবর, ২০১৯, ৮:২৮ অপরাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিনঃ

সুপারমডেল বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। গণিতের হিসাব এই কথা বলছে। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পদ্ধতি অনুসারে সবাইকে ছাড়িয়ে গেছেন বেলা হাদিদ। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ২৩ বছর বয়সি এই ভিক্টোরিয়াস সিক্রেট মডেলের চেহারা ৯৪.৩৫ শতাংশ নিখুঁত। এই গবেষণা করেছেন লন্ডনের প্রসিদ্ধ ফেসিয়াল কসমেটিকস সার্জন জুলিয়ান ডি সিলভা। তিনি বলেন, চেহারার বাহ্যিক সবকিছু পরিমাণ করলে বেলা হাদিদ সবার চেয়ে এগিয়ে। তার চিবুকের মাপে এগিয়ে গেছেন, যেটি ৯৯.৭ শতাংশ এবং নিখুঁত মাপের চেয়ে মাত্র .৩ শতাংশ কম। এই জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন পপ ডিভা বিয়ন্সে। তার চেহারা ৯২.৪৪ শতাংশ নিখুঁত। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড (৯১.৮৫) ও পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে (৯১.৮১)।