ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান
উদ্দিন খান ব্যাক্তিগত উদ্যোগে (১মে) শুক্রবার কর্মহীন পথচারী,
অসহায়, দরিদ্রসহ ২শ লোকজনের মাঝে ইফতার সামগ্রী প্রদান
করেছেন। এ ছাড়া তিনি গৌরীপুর প্রেসক্লাব, রিপোটার্স
ক্লাবের সাংবাদিকদের মাঝেও ইফতার সামগ্রী উপহার দেন। এসময়
ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, সাব ইন্সপেক্টর নজরুল
ইসলাম,পিএসআই জাহিদুল ইসলাম, থানার এ এস আই ও অন্যান্য
পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য অফিসার ইনচার্জ বোরহান
উদ্দিন খান (২৮এপ্রিল) ব্যাক্তিগত উদ্যোগে গৌরীপুর উপজেলার
প্রত্যন্ত অঞ্চল ভাংনামারী ইউনিয়নের ভাংনামারী ও ভোলার আলগী
গ্রামে ১৫ জন ঘরবন্ধী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী
বিতরণ করেন। অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান’র পক্ষে এ সব
খাদ্য সামগ্রী প্রদান করেন ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ও
সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া তিনি (১৫ এপ্রিল)
বুধবার সকালে ব্যাক্তি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গৌরীপুর
পৌরশহরে ৪০ জন অসহায়কে খাদ্য সহায়তা দিয়েছেন। (২৬ মার্চ)
থানা অভ্যন্তরে' পৌর শহরের পূর্ব দাপুনিয়া ও কালিপুর দৈনিক
বাজার মোড়ে বিধবা' দিনমজুরসহ ৫০ জন অসহায়দের মাঝে
চাউল' তৈল' ডাল' পেঁয়াজ ও মরিচ বিতরণ করেন। ওসি বোরহান
উদ্দিন খান জানিয়েছেন তার সামথর্য অনুযায়ী হতদরিদ্র ও অসহায়
লোকজনকে সহায়তা করা অব্যাহত থাকবে। তিনি বলেন করোনা
সংকট রোধে সবাই ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবার ও দেশের
মানুষকে বাঁচান।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল