১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ইউএনও শেখ হাফিজুর রহমান করোনাকালীন দুর্যোগে দায়িত্ব পালনে অনন্য নজির স্থাপন করেছেন।।
১, মে, ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ও নিজস্ব কারিশমায় ময়মনসিংহ সদর উপজেলাবাসীকে করোনাঝুকিমুক্ত রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করে অনন্য নজির স্থাপন করেছেন।

অদ্য ১ মে মহান মে দিবসে দুপুরে ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এর প্রতি শ্রদ্ধা রেখে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে দায়িত্বের টানে ময়মনসিংহ নগরীর বলাশপুর আবাসন প্রকল্প পরিদর্শনে যান এবং প্রকল্পবাসীর সকলের সার্বিক খোঁজ খবর নেন। এসময় উপস্থিত সকলকে তিনি স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহবান জানান ।

এসময় সদর উপজেলা নিরবাহী অফিসার শেখ হাফিজুর রহমান এর সাথে উপস্থিত ছিলেন আবাসন প্রকল্প পূর্ব -(১) এর চারবারের সফল সভাপতি আব্দুল মোতালেব ।
অাব্দুল মোতালেব উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এর উপস্থিতে স্থানীয় সকলের উদ্দেশ্য ও সতর্ক করে বলেন, ভয়াবহ করোনা ভাইরাস কোন আতংক নয় প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, নিজ ঘরে থাকা,ঘন ঘন হাত ধুইতে হবে , মুখে মাক্স পড়ে চলতে হবে এবং প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না উত্তম । তিনি অারো বলের এব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে । তাহলেই ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমন ঝুঁকি যুদ্ধে জয় লাভ করা দ্রুত সম্ভব হবে।
সদর উপজেলার ডায়ানামিক ইউএনও অাবাসানবাসীকে বলেন,অাপনারা কেউ অভুক্ত থাকবেন না,অামাদের কথা মেনে ঘনে থাকুন,ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতা মেনে চলুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।তিনি অারো বলেন, অাপনাদেরকে নিরাপদে ও ভালো রাখার জন্য অামরা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে অাছি।