করোনা ভাইরাসে ঘর বন্দী ২০০ পরিবারের মধ্যে কাচা তরকারি ও মরিচ বিতারন করেন বেনাপোল পৌর সভার নামাজ গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা কামরুজ্জামান বাবলু।
রবিবার সকাল ৯ টার সময় তিনি তার নিজ গ্রাম কামরুজ্জামান বাবলু নেতৃত্বে বাড়ি বাড়ি যেয়ে এ শবজি বিতরন করেন। এসময় তাকে সহযোগিতা করেন মেহেদী হাসান রাজু, শেখ তৌহিদ, শিমুল হোসেন, এম আহসানুর রহমান ইমন, মোহনুর রহমান, ভুবন, তুহিন প্রমুখ।
এ ব্যাপার বাবলু বলেন, গ্রামের ঘরবন্ধী কর্মহীন মানুষের মাঝে কেউ চাউল কেউ ডাউল বিতরন করছে। কিন্তু এই চাউল ডাউল এর পাশাপাশি এসব মানুষের শাক শবজির ও প্রয়োজন। তাই আমি আমার নিজ অর্থায়নে আমার নামাজগ্রামের মানুষের মাঝে এ শবজি বিতরন করলাম। এরকম অবস্থা থাকলে আমি আমার শবজি বিতরন অব্যাহত রাখব।