কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর খাজা শাহাব আহমদ আমেরিকার ওয়ারেনসিটি ডেমোক্রেটিক পার্টির মৃলধারার রাজনীতির একনিষ্ঠ পৃষ্টপূষক হিসাবে দলটির একজন Official Executive Diversity Chairman নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সসম্পাদক এম এ রহমান জীবন। উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে ডক্টর খাজা শাহাব আহমদ পিএইচডি এর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল