১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে করোনা সংক্রমন প্রতিরোধে স্বয়ংক্রিয় জীবাণুনাশক ট্যানেল উদ্বোধন করেন মেয়র টিটু।।
৪, মে, ২০২০, ৯:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনার মহাদূর্যোগকালীন সময়ে ময়মনসিংহ নগরবাসীকে জীবাণুমুক্ত ও করোনা ভাইরাস দথেকে রক্ষা করতে নগরীর গুরুত্বপূর্ণ ৮টি স্থানে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্বয়ংক্রিয় জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে কাচারীঘাট সংলগ্ন কাঁচা বাজারের সামনে জীবাণুনাশক ট্যানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, চেম্বার অব কমার্সের সহ -সভাপতি শংকর সাহা, সিটি কর্পোরেশন এর প্রকৌশলী সহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।