সরকারী নির্দেশনা অনুযায়ী ১০ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমিত আকারে শপিং মল ও দোকান খোলা রাখার বিষয়ে ময়মনসিংহ সকল ব্যাবসায়ী সংগঠনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৫ মে দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি( সিআইপি) আমিনুল হক শামীমের সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয় । এতে অতিথি হিসাবে জেলা প্রশাসক মিজানুর রহমান উপস্তিত হয়ে সরকারের সিন্ধান্তসমুহূ সকলকে অবগত করেন ।
সভায় শহরের প্রতিটি মার্কেট মালিক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । এসময় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি সহ- সভাপতি শংকর সাহা, সোমনাথ সাহা, ব্যবসায়ী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বজলুর রহমান উপস্হিত ছিলেন ।
সকলেই দোকান স্টাফদের বেতন, বোনাস সম্পর্কে তাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সিন্ধান্ত নিবেন বলে জানান ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল