১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রাজনীতি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ওবায়দুল কাদের ও আইনমন্ত্রীর গভীর শোক
৬, মে, ২০২০, ৮:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঢাকা-৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এছাড়া, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মরহুম হাবিবুর রহমান মোল্লার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন আইনমন্ত্রী।