ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৬ মে) এক শোক বার্তায় স্পিকার বলেন, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আওয়ামী লীগ এক প্রবীণ নেতাকে হারাল। আর সংসদ হারাল একজন প্রবীণ এমপিকে।
স্পিকারের পাশাপাশি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মো. ফজলে রাব্বি মিয়া ও সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।
বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন।
mp news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল