ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিটি থানার গেটে জীবাণুনাশ টানেল স্থাপন করে কর্মরত পুলিশ সদস্য ও থানায় আসা সেবাপ্রার্থীদের সংক্রমণ থেকে রক্ষার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার)।
এরই অংশ হিসেবে কাফরুল থানা সহ বিভিন্ন থানায় ইতোমধ্যে জীবাণুনাশ টানেল স্থাপন করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ও সদস্যরা ডিএমপি নিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশ টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্থির সাথে কাজ করতে পারছেন।
সংশ্লিষ্টরা বলছেন সারাদেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মকর্তা।
ভাইরাস সংক্রমণের শুরু থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে পুলিশ সরাসরি মাঠে থেকে জনকল্যাণে বহুমূখী কাজ করে চলেছেন।
সময় এখন সচেতন হওয়ার। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। যেকোন প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনার পাশে আছে।
সূত্র: ডিএমপি নিউজ
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল