১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ নগরীতে লক্ষাধিক পরিবারের ঘরে ঘরে মসিক মেয়র টিটু’র খাদ্য বিতরণ ।
৬, মে, ২০২০, ১১:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনা ভাইরাস কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সর্ব মোট এক লাখ ১২ হাজার ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তন্মধ্যে অসহায় দিনমজুর,কর্মহীন, দুস্থ বস্তী পরিবার ,ফুটপাত হকার, পত্রিকার হকার,বিভিন্ন সমবায় সমিতি সহ আরোও বিভিন্ন সংগঠনের মাঝে ও বিভিন্ন শ্রেণী পেশার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীর মানবিক সহায়তা প্রদান করছেন।

সরকারি নির্দেশনা মতে, সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠু পরিবেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,পিয়াজ,আলু,লবন,তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ।নিজ জীবণের ঝুঁকি নিয়ে মেয়র টিটু নিজে কখনো আবার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌছে দিয়েছেন ।

মেয়র ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ নগরীর একজন মানুষও না খেয়ে থাকবেনা। সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের কোথাও সরকারিভাবে খাদ্যশস্য সহায়তার দেখতে পাই নাই।একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের কোটি কোটি মানুষের ঘরে ঘরে খাদ্যশস্য পৌছে দেওয়া হচ্ছে। সিটি মেয়র আরো বলেন, ব্যক্তিগত উদ্যোগে দিনমজুর, অসহায়, বয়োবৃদ্ধ, কর্মহীন, প্রতিবন্ধী ও বিভিন্ন হকারদের মাঝে ৩৫ হাজার প্যাকেট খাদ্য সামগী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সরকারি সহযোগীতায় কাউন্সিলরদের মাধ্যমে ৩৩ ওয়ার্ডে ৭০ হাজার প্যাকেট, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র দেয়া ১ হাজার ৫০০ প্যাকেট, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দেয়া ৪ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট দেয়া হলে মেয়র তার কর্মীদের মাধ্যমে তা বিতরণ করেন।

মেয়র টিটু আরো জানান, এপর্যন্ত ৩০ হাজার পিস হ্যান্ড স্যানিটাউজার, ৪৪ হাজার পিস মাস্ক, ৫২৫ টি স্থানে হাতধোয়ার ব্যাবস্থা, সাবান ব্লিচিং ড্রাম স্থাপন, সচেতনতায় ২৮ টি বুথ স্থাপন, প্রচারণার জন্য ১০০টি মাইক ও ৪ লাখ লিফলেট বিতরণ করা হয়, ১০০টি হান্ড স্প্রে দ্বারা জীবাণূ নাশক ছিটানো, গত ২১শে মার্চ হতে প্রতিদিন নগরীর সড়কগুলোতে জীবাণু নাশক স্প্রে, সিভিল সার্জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ব্যাবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা ও হাসপাতালের চিকিৎসকদের জন্য অ্যাম্বুলেন্স গাড়ির ব্যবস্থা করা।

করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য মাইক্রোবাস প্রদান করা হয়। দেশে প্রথম নগরীর অভ্যন্তরের প্রধান কাচাঁবাজার সরিয়ে ব্রহ্মপূত্র নদের তীরে কাচারিঘাটের নিচে স্থানান্তর, নগরীর বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতা কর্মীদের মাধ্যমে বিশ হাজার হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে কাঁচা বাজার ও শাকসবজি বিতরণ করা হয়।নগরবাসীর সচেতনতার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি আরো বলেন, এর পরও বলবো, আপনারা নিজ ঘৃহে অবস্থান করে নিরাপদ থাকুন।। আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করুন। অযথা কেউ বাহিরে ঘোরাফেরা করবেন না করে নিজের পরিবারের এবং দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেবেন না।