দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক।
বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে।
সময়ের সাথে পাল্লা দিয়ে অপরাধীরা বিভিন্ন অপরাধ করছে তার মধ্যে অবৈধ অস্ত্র ব্যবসা ও ব্যবহার অন্যতম। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোরায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ, দিকনির্দেশনা ডিএডি মো: সোহরাব হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করে পৃথক চারটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোল চত্বর এলাকা থেকে 194.5 কেজি গাঁজা ও তিনটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকসহ সাতজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি- 3 ভৈরব ক্যাম্প