১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ র‍্যাব ১৪ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র মাদকসহ ময়মনসিংহে সন্ত্রাসী শাওন সহ গ্রেফতার ৭
৯, মে, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহে ইয়াসিন আরাফাত শাওনকে বিপুল পরিমাণে অস্ত্র, অস্ত্র তৈরীর সরঞ্জাম ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শনিবার (৯ মে) বিকেলে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন ভোর রাতে নগরীর পুরোহিত পাড়া এলাকার নিজ বাসা থেকে শাওনসহ ৭ যুবককে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১৪ অধিনায়ক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর চামড়াগুদাম পুরোহিতপাড়া এলাকায় শাওনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসা থেকে দুটি পিস্তল, একটি রিভলবার, তিনটি ম্যাগাজিন, দুটি এক নালা বন্ধুক, অস্ত্র তৈরী এবং রক্ষনাবেক্ষনের সরঞ্জমাদি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ৭ টি রাম দা, ৪ টি ছোড়া, ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার কর হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার কৃতরা যুবকরা হলেন, নগরীর পুরহিত পাড়া এলাকার ইদ্রিস হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত শাওন(৩৬) ও মাসুদ পারভেজ(৩০), চামড়াগুদাম এলাকার মৃত ছাবু মিয়ার ছেলে রায়হান আহমেদ রাজীব(২৮), একই এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে মো. মানিক মিয়া(২৭), বাগানবাড়ি এলাকার আঃ গনির ছেলে হৃদয় আহমেদ রাজীব(১৮), চামড়াগুদাম এলাকার আলতাফ হোসেনের ছেলে মোঃ রাজীব(৩০), পুরোহিত পাড়া এলাকার মৃত মোখলেস আহম্মদের ছেলে বাপ্পি খান(৩৬)।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা এসব অস্ত্র মাদক চোরাচালান, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।