করোনা সংকট মোকাবেলায় অসহায় ও দুস্থ লোকজনের মাঝে
বিতরণের জন্য ময়মনসিংহের গৌরীপুরে সরকারি ত্রাণ তহবিলে খাদ্য
সহায়তা দিয়েছে বেসরকারি এনজিও আশা। আশা গৌরীপুর-১
ব্রাঞ্চের উদ্যোগে রবিবার (১০ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ
চত্বরে ইউএনও সেঁজুতি ধরের নিকট ২০০ প্যাকেট খাদ্য সামগ্রীর
হস্তান্তর করেন আশা’র কর্মকর্তারা।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ২
কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার তেল।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ
সোহেল রানা, আশার গৌরীপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ
মহসীন খান, আশা গৌরীপুর-১ ব্রাঞ্চের ম্যানেজার মোঃ নূর আলম,
আশা মাইজবাগ ব্রাঞ্চের ম্যানেজার নুরুল আমীন প্রমুখ। #
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল