৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিবি’র সাথে আন্তঃজেলা ডাকাত গুলিবিনিময়।।নিহত ১
১৮, অক্টোবর, ২০১৯, ৪:৫৭ অপরাহ্ণ -

ময়মনসিংহ অফিসঃ

গতকাল ১৮/১০/১৯ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ গফরগাঁও থানাধীন রসুলপুর অাঞ্চলিক সড়কে অান্তঃজেলা ডাকাত দলের সদস্যগণ ডাকাতির প্রস্তুতি নেওয়ার জন্য একত্রিত হয়।
ডিবি’র দুইটি টিম অদ্য গফরগাঁও থানা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদে জানতে পারে, আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দল আঞ্চলিক সড়কে ডাকাতি সংগঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ডিবি’র দুইটি টিম উক্ত স্থানে পৌছা মাত্রই সংঘবদ্ধ ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। তাদের গুলিতে ০১(এক) পুলিশ সদস্য আহত হয়। পুলিশ সরকারী সম্পদ এবং আত্নরক্ষার্থে শর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে সংঘবদ্ধ ডাকাত দল গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ডাকাত মোঃ মোতালেব (৪২)কে আহত অবস্থায় পাওয়া যায় এবং তার নিকট থেকে ১টি পাইপগান, ১০ রাউন্ড গুলি ও ঘটনাস্থল হতে ২০ টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পলাতক ডাকাতদের ছোরা গুলিতে আহত ডাকাতকে গফরগাঁও থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হলে, কর্তব্যরত ডাক্তার আহত ডাকাত কে মৃত ঘোষণা করেন। উক্ত ডাকাতের নেতৃত্বে দীর্ঘদিন যাবত গফরগাঁও আঞ্চলিক সড়কে যাত্রাবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল । তার বিরুদ্ধে ০৫ এর অধিক ডাকাতির মামলা রয়েছে।