জেলা পুলিশ ময়মনসিংহে কর্মরত ২০১৭ ব্যাচে ভর্তি কনস্টেবলদের অদ্য ৩ বছর পূর্তি। তারা বর্ষপূর্তি উদযাপন না করে ঐ টাকায় ত্রান সামগ্রী ক্রয় করে অসহায় ও দুস্থ ১৫০ জন অনাহারীর মাঝে ত্রান বিতরণ করলেন।
পুলিশ সুপার আহমার উজ্জামানের অনুপ্রেরনায় তারা এই কাজ করলেন বলে জানান। ওসি ডিবি শাহ্ কামাল অাকন্দের তত্বাবধানে যাচাই বাছাই করে হতদরিদ্রদের মাঝে এই ত্রান বিতরন করা হয়।ত্রানগ্রহীতার জেলা পুলিশের এহেন মানবিক ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল