বনানী এয়ারপোর্ট রোডে কাকলী নামে যে বাসস্ট্যান্ড সেই বাসস্ট্যান্ড যার নামে ওনাকে আপনারা কেউ কি চিনেন? এই ছবিতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে যাঁকে দেখছেন তিনিই সেই কাকলী, পুরো নাম শেখ ফেরদৌসী কাজল কাকলী।
ছবিতে দেখা যাচ্ছে শেখ ফেরদৌসী কাজল কাকলীকে কেক খাওয়াচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা।
বর্তমানে স্থানকে কাকলী নামে ডাকেন আপনারা, এই মোড়েই ওনাদের একটা রেস্টুরেন্টে ছিলো কাকলী রেস্টুরেন্টে নামে।
সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই শেখ ফেরদৌসী কাজল কাকলী আপা নিজে সাইকেল চালিয়ে খুনী কর্নেল ফারুক-এর বাসায় গিয়ে বঙ্গবন্ধু ও শেখ রাসেল হত্যার প্রতিবাদ করেন; সেই প্রতিবাদের বদলাস্বরূপ কাকলী রেস্টুরেন্ট খুনী কর্নেল ফারুক গংরা ভেঙে দেয়।
কাকলীর মোড় নামে সেই জায়গাকে তখন ডাকা হতো, পরবর্তীতে সেই জায়গার নামকরণ হয় কাকলী নামে।
শেখ ফেরদৌসী কাজল কাকলী আপা গুলশান থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন, যুব মহিলা লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে সাংগঠনিক সম্পাদক ছিলেন। এখনও তিনি অাওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তাঁর নামেই কাকলী রেস্টুরেন্টের নাম রেখেছিলেন তাঁর বাবা।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল