ময়মনসিংহ গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে ১১-০৫-২০২০ সোমবার বিকেলে করোনা ভাইরাসজনিত আকস্মিক কর্মহীন অঅভাবগ্রস্ত মানুষ ও রোজাদার ১ হাজারর মানূষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন ।
উল্লেখ্য করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে তিনি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন।
তাঁর নির্দেশে একদল স্বেচ্ছা সেবক নিরলস ভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সচেতননোতামূলক লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি প্রায় প্রতিটি মসজিদে পৌঁছে দেওয়া হয়েছে জীবানুনাশক দ্রব্য।
উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অধিকাংশ গরীব মানুষের মানুষের কাছে স্বেচ্ছা সেবকদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন সাবান,মাক্স,হ্যান্ড স্যানিটাইজার ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য উপহার।
কৃষিবিদ ড.সামীউল অালম লিটন বলেন, আমি গৌরীপুরবাসীর কল্যানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, নিজের কষ্ঠার্জিত অর্থ দিয়ে যতটুকু সম্ভব মানুষের কল্যানে ব্যয় করেছি এবং আমার এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে ।
আমার নেত্রী, মাননীয় প্রধানমন্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই যুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা কামিয়াব হবো।
অামি সকলকে আহবান জানাচ্ছি, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য।
সকলের কাছে আমার একান্ত আহবান, সরকার ঘোষিত প্রতিটি পদক্ষেপ এবং স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন । বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না,আপনার- আমার সচেতনতাই পারে এই মহামারী থেকে অব্যাহতি দিতে । মহান আল্লাহ আমাদের সহায় হোন।
আমার পক্ষ থেকে, আমার সামর্থ্য অনুযায়ী গৌরীপুরবাসীর জন্য তথা গরীব অসহায় মানুষের জন্য যা যা প্রয়োজন করবো ইনশাল্লাহ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল