এম এ রহমান জীবন
কানাইঘাট প্রতিনিধিঃ
জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ২ টায় কানাইঘাট দারুল উলুম মাদরাসা মিলনায়তনে এক কর্মী সভার আয়োজন করা হয়। এতে কানাইঘাট পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল হক গোবিন্দপুরীর সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী ও মাওলানা ক্বারী মাশুক আহমদ ধনপুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামা কেন্দ্রিয় কমিটির প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী।
বক্তব্য রাখেন মাওলানা খালিদ সাইফুল্লাহ দুর্লভপুরী, মাওলানা আব্দুল লতীফ মহেশপুরী, মাওলানা হা. শুয়াইবুর রহমান, মাওলানা রশীদ আহমদ শ্রীপুরি, মাওলানা হাফিজ সিদ্দিক বিন মুহাম্মদ, মাওলানা হাফিজ নজরুল ইসলাম, জমিয়তে তালাবা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ কানাইঘাটী, কেন্দ্রিয় জমিয়তে তালাবার যুগ্ম সম্পাদক মৌ. জুনায়েদ শামসী প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল লতীফ মহেশপুরীকে সভাপতি, মাওলানা ইলিয়াছ আহমদ কান্দীগ্রামীকে সাধারণ সম্পাদক, মাওলানা ওলিউর রহমান কে সাংগঠনিক সম্পাদক, মাওলানা শামসুল ইসলাম কে প্রচার সম্পাদক, মাওলানা হাফিয নজরুল ইসলাম কে জমিয়তে আনসার বিষয়ক সম্পাদক এবং মৌ.রায়হান আহমদ কে জমিয়তে তালাবা বিষয়ক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী।