১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ র‌্যাব ১৪ এর অধিনায়ক লেঃ কর্নেল ইফতেখার উদ্দিন পেশাগত দায়িত্ব পালনে রোল মডেল।।
১২, মে, ২০২০, ৭:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব) ১৪ এর অধিনায়ক যোগদানের পর থেকেই তার আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকংশেই উন্নত হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ নগরীতে অপরাধীদের মূর্তিমান আতঙ্ক এখন র‍্যাব ১৪ অধিনায়ক। সম্প্রতি তিনি তছনছ করে দিয়েছেন নগরীর পুরোহিত পাড়ার শাওনের অস্ত্রাগার।

র‍্যাব ১৪ এর সফলতা নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ধারাবাহিক সংবাদ পরিবেশিত হচ্ছে।

সেই সাথে তিনি গ্রেফতার করেছেন শাওন সহ তার আরও ছয়জন সহযোগীকে মাদক এবং অস্ত্র সহ। এই অভিযানটি অধিনায়ক নিজেই পরিচালনা করেন। শুধু কি তাই! ময়মনসিংহের হালুয়াঘাটের দুর্গম এলাকায় গাড়ী রেখে ২ কিলোমিটার পাঁয়ে হেঁটে বাঁশের সাঁকো পাড় হয়ে চলে যান খুনির বাড়িতে

পুকুরে লুকিয়ে রাখা খুনে ব্যবহৃত অস্ত্র করেছেন উদ্ধার। কি সাংঘাতিক! লুকিয়ে নয় শত শত মানুষের সামনে বের করে নিয়ে আসলেন পুকুর থেকে অস্ত্র।

সাবাস! র‌্যাব ১৪। প্রতিটি চাঞ্চল্যকর ঘটনাতেই ছুটে যান এই অধিনায়ক ইফতেখার উদ্দিন। ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুর পাড় তৌহিদুল হত্যার খুনিকে ধরতে তিনিও ছিলেন মাঠে সক্রিয়।

পবিত্র রমজান সেই সাথে করোনার মহামারি থেমে নেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন (র‌্যাব) বাহিনীর এই গর্বিত সৈনিকের পথ চলা। চট্টগ্রামের গর্ব-অহংকার লেঃ কর্নেল ইফতেখার উদ্দিন, তিনি প্রতিটি কাজ করেন সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ নিয়ে, ঝাপিয়ে পড়েন সয়ং নিজেই। সততা-নিষ্ঠা-বিশ্বস্ততা-অসীম সাহসীকতার এই মানুষটির প্রশংসা দিন দিন বেড়েই চলছে

বাংলাদেশের প্রথম ক্যাসিনো অভিযান এই ময়মনসিংহ থেকেই শুরু যা ক্রীড়া পল্লী নামে পরিচিত ছিলো যেই অভিযানের সূচনা তিনি নিজেই করেন। এরপর থেকেই মাদক-অস্ত্র-জুয়া-জঙ্গি-চিহিৃত সন্ত্রাসী গ্রেফতার একের পর এক আছেই তাদের অভিযানে। এই মানুষটির ভয়ে গা ঢাকা দিয়েছে নগরীর অনেক শীর্ষ সন্ত্রাসীরা

ধন্যবাদ র‌্যাব ১৪ আপনাদের প্রসংশা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও হয়েছে ভাইরাল। সেই সাথে ময়মনসিংহ নগরীর সচেতন নাগরীক মহলেও উঠেছে প্রসংশার ঝড়। সদা হাস্যজ্জল কর্মদক্ষ-দেশ প্রেমিক এমন মানুষরাই গিয়ে নিয়ে যাবে আমাদের এই বাংলাদেশকে এমনটাই প্রত্যাশা করে সকল স্তরের মানুষ।