৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ ময়মনসিংহে ১নং পুলিশ ফাঁড়ির মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৬ জন গ্রেফতার।
১৮, অক্টোবর, ২০১৯, ৫:৩৯ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন, বিপিএমের (বার) প্রত্যক্ষ নির্দেশনায় মাদক, জুয়া,সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নগরীর ১নং পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।

১নং ফাঁড়ি পুলিশ কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ১নং ফাঁড়ির চৌকস ও সুদক্ষ টি এস আই ফারুক হোসেন গত সপ্তাহে

১ নং পুলিশ ফাঁড়ি এলাকায় বিশেষ অভিযান চারিয়ে দুই বোতল ফেনসিডিলসহ মাসকান্দার শামীম, ৬ গ্রাম হেরোইনসহ কৃষ্টপুরের তুষার ও তার সহযোগী, দীর্ঘদিন পলাতক থাকা পুরোহিত পাড়ার দুইটি জিআর ওয়ারেন্টের আসামী মুন্না সহ আরো একজন ওয়ারেন্টের আসামী ও একজন ছিনতাইকারী সর্বমোট ৬ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। মাদকব্যবসায়ীদের অাতংক হিসেবে পরিচিত ১নং ফাঁড়ির টি এস আই ফারুক হোসেন প্রতিদিনকে বলেন, বর্তমান যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নগরবসীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।মাদক,ছিনতাই ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ মহানগরী করতে তার দৃঢ় সংকল্পের কথা পূনর্ব্যক্ত করেন।     তথ্যপ্রতিদিন. কম