১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা সরকারি থেকে রোগী বাগিয়ে নেয়া চক্র ধরতে প্রাইম হাসপাতালে র‌্যাব
১৩, মে, ২০২০, ৯:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

সরকারি হাসপাতাল থেকে সুকৌশলে রোগী বাগিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তির সাথে জড়িত দালালদের ধরতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধ টাওয়ারে প্রাইম হাসপাতালে ওই অভিযানে গিয়েছে র‌্যাব-২ এর একটি দল। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছয় দালালকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী জাগোনিউজকে বলেন, এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালসহ আশ-পাশের সরকারি হাসপাতাল থেকে কৌশলে রোগী বাগিয়ে প্রাইম হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে ভর্তি করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ অভিযান চলছে। এখন পর্যন্ত আমরা ছয়জনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান এসপি মহিউদ্দিন ফারুকী।