করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায়-দুস্থ-কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ তাদের দুই দিনের বেতনের চেক মাননীয় মেয়রের হাতে তুলে দিয়ে মানবিক সহায়তা তহবিলে অংশগ্রহণ করেন। এসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মানবতার ডাকে সাড়া দিয়ে আজ বিশিষ্ট সমাজসেবক ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম তার পরিবারের পক্ষ হতে মাহমুদুর রহমান লেবু ও তার সহধর্মিণী, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত নিলয় সরকার, বিসমিল্লাহ মুড়ি মিল এবং এনসিসি ব্যাংক ময়মনসিংহ শাখা মানবিক সহায়তা তহবিলে অংশগ্রহণ করেন। প্রত্যেকে মাননীয় মেয়র মহোদয়ের হাতে সহায়তা তুলে দেন।
মাননীয় সিটি মেয়র মানবিক সহায়তা তহবিলে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়া দিনের অপর কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিটি করপোরেশনের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য হতে আব্দুর রশিদ স্মৃতি সংসদ, লোকো কৃষ্টি সংস্থা, আওয়ামী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে আজ ৬০ ব্যাগ খাদ্য উপহার প্রদান করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল