এনামুল হক, মুক্তাগাছাঃ
মো. হাবিবুর রহমান তোতা মিয়া । ৭১ বছর বয়সে সন্তানের পিতা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে ।
স্বাবলম্বী , স্বনির্ভর, আত্মবিশ্বাসী হয়ে বিয়ে করতে সময় নিয়েছেন জীবনের দীর্ঘ সময় । অর্থাৎ ৬৯ বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছেন তিনি ।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া দশ ভাই বোনের সর্ব কনিষ্ঠ । বর্তমানে তিনি ২০ একর জমির মালিক । গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন, নিজ নামে সরকারি প্রাথমিক স্কুল, কওমি মাদ্রাসা, জামে মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠ । এছাড়াও একটি কলেজ ও বৃদ্ধাশ্রম গড়ে তুলতে মোট ৭ একর ৩৪ শতাংশ জমি দান করেছেন তিনি ।
জীবনে এতকিছু করার উদ্দেশ্য লক্ষ্যবস্তু ছিল স্বাবলম্বী , স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হলেই কেবল বিয়ে করবেন । নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় চলে গেছে দীর্ঘ সময় । ৬৯ বছর বয়সে বিয়ে কথা ভাবেন তিনি । এবয়সে চাইলেই পাত্রী কোথায় পাবেন ? সেই সাধও পূরণ করেছেন, একই উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা গ্রামের ২৩ বছর বয়সী আকলিমা খাতুন । দরিদ্র পরিবারের এক কণ্যা সন্তনের জননী স্বামী পরিত্যক্তা আকলিমা খাতুন সন্মত হন তোতা মিয়াকে বিয়ে করতে । বিয়ের ২বছরের মধ্যেই অর্থাৎ চলতি বছরের ১৭ জুলাই দম্পতি এক পুত্র সন্তান লাভ করেন । হাবিবুর রহমান তোতা মিয়া তার সন্তানের নাম দিয়েছেন, মো. আল রহমত উল্লাহ । অপরদিকে ময়মনসিংহ বড় মসজিদের ঈমাম নাম রেখেছেন, মো. আল রহমত ইয়াহিয়া ।
দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া মো. হাবিবুর রহমান জানান, শৈশব থেকে স্বাবলম্বী হয়ে ওঠতে আমাকে অনেক ধাপ পার হতে হয়েছে । কৃষক পেশার এই তোতা মিয়া বলেন, কলা , আলু চাষাবাদ করে আমি আজ সম্পদের মালিক হয়েছি । মানুষের কল্যানে প্রতিষ্ঠান গড়ে তুলিছি । এজন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে ।
শিশুটির বিষয়ে বলেন, ওকে নিয়েই আমার এখন সবচেয়ে বেশি সময় কাটছে । ওই এখন আমার জীবনের সব। তিনি বলেন সফল হতে গেলে বয়স বাধা হয়ে দাড়ায়না তার প্রমাণ আমি নিজে।