একে তো করোনা ভাইরাসের সংক্রমণে জনজীবন তটস্থ। তার উপর গ্রীষ্মকাল হওয়ায় কখনো বৃষ্টি তো কখনো রোদ। যার ফলে বাড়ছে মশার উপদ্রব।
মশার উপদ্রব একটু হলেও লাঘব করতে বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম এর নেতৃত্বে বুধবার (১৩ মে, ২০২০) দুপুরে থানা কম্পাউন্ডে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।
তিনি বলেন, করোনা ভাইরাসে সংক্রমণরোধ ও ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধে বংশাল থানা স্থাপনা, ব্যারাক, অফিস, রান্নাঘর, টয়লেট, ড্রাইনিং, হাজত খানা, থানার মাল খানা, ফুলের টব, অব্যবহৃত পাত্র, ড্রাম, পরিত্যাক্ত যানবাহন, গাড়ী চাকা, ভবনের ছাদ ইত্যাদিতে মশা নিধনের স্প্রে প্রয়োগ করা হয়েছে।
থানার সকল স্থাপনার ভেতর ও আশেপাশে সমস্ত জায়গায় সিটি কর্পোরেশনের ফোকার মেশিন দিয়ে এই জীবানুনাশক ঔষধ প্রয়োগ করা হয়।
তিনি বলেন, উক্ত বিষয়গুলি যথাযথভাবে প্রতি সপ্তাহে একবার করে বংশাল থানার কম্পাউন্ড ব্যারাক, অফিস কক্ষ, থানা কম্পাউন্ডে রক্ষিত মামলার আলামত সমূহ পরিস্কার-পরিচ্ছন্ন সহ ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক ডেঙ্গু মশা নিধনের ঔষধ দিয়ে থানার সমস্ত জায়গায় ফোকার মেশিন দিয়ে ঔষধ প্রয়োগ করা হবে।
এছাড়াও থানায় নিয়োজিত ঝাড়ুদার দিয়ে প্রতিদিন থানা কম্পাউন্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে।
সুত্র, DMP news
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল