১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ ডিবি’র অভিযানে জুয়ারি এবং মাদক ব্যবসায়ী সহ ১২ জন গ্রেপ্তার ৫০০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
১৬, মে, ২০২০, ৩:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম-সেবা যোগদান করেই মাদক, জুয়া, চুর, ডাকাত, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও যুদ্ধ ঘোষণা করেন। করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ মাঠে দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে । এ সুযোগে অপরাধীরা বিভিন্ন কৌশলে অপরাধে জড়িয়ে পড়ে। এ অবস্থায় পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম-সেবা দিকনির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মলয় চক্রবর্তী পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মধ্য বারেড়া হইতে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি রাকিবুল ইসলাম পিতা-আনোয়ার হোসেন সাং-মাসকান্দা ঝালুর দোকান সোহেল পিতা-হবিন মিয়া ছইন্না আলী পিতা-মৃত-মিরাজ আলী রবিন পিতা-খুরশেদ আলী সর্ব সাং-মাসকান্দা গনশার মোড় কামরুল ইসলাম পিতা-মৃত-শুক্কুর আলী আঃ সালাম পিতা-মৃত-মতিউর রহমান তারা মিয়া পিতা-সোহরাব আলী সর্ব সাং-মধ্যবারেড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দিঘারকান্দা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী সৈয়দ আলী পিতা-মৃত-নাইম উদ্দিন সাং-বলাশপুর মোঃ আসাদুল পিতা-মোঃ আজিদ কেওয়াটখালী মরাখাল (পাওয়ার হাউজ কলোনী) সেলিম পিতা মৃত-আঃ রাজ্জাক সাং-কেওয়াটখালী সর্ব থানা-কোতোয়ালী জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কেওয়াটখালী থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোছাঃ জাহানারা বেগম স্বামী-মোঃ নজরুল ইসলাম সাং-৭৩ নং এবি গুহ রোড গাঙ্গীনারপাড় থানা-কোতোয়ালী মডেল জেলা-ময়মনসিংহ ও এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভাটিকাশর থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী তাহমিদুল ইসলাম রেদুয়ান ওরফে (বাবু) পিতা-মোঃ শাহজাহান সাং-বালিরগাঁও থানা-ধোবাউড়া এ/পি সাং-ভাটিকাশর (কাশেম এর বাড়ির ভাড়াটিয়া) থানা-কোতোয়ালী উভয় জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।