করোনা যুদ্ধ জয় করে সম্পূর্ন সুস্থ হয়ে নতুন উদ্দমে আবারো কাজে যোগ দিলেন ময়মনসিংহ জেলা পুলিশের দুই সদস্য। এই দুই যোদ্ধা হলেন এএসআই আব্দুল বারেক ও কনস্টবল জীবন মিয়া। শনিবার করোনা যোদ্ধা দুই পুলিশ সদস্য সম্পুর্নভাবে সুস্থ হয়ে আবারো কাজে যোগদান করলে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। এতে করে জেলা পুলিশের প্রতিটি সদস্যের মনোবল বহুলাংশে আরে বৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বে কনস্টবল শাহ আলম করোনা যুদ্ধ জয় করে কাজে যোগ দিয়েছেন। ফলে ময়সনসিংহ জেলা পুলিশের আক্রান্ত চার সদস্যের তিন জনই সম্পূর্ন সুস্থ হলেন।এবং এছাড়া একজন আইসোলশনে সুস্থ থাকায় সুস্থ হওয়ার সংখ্যা প্রায় শতভাগে উন্নীত হল।
এই সংকটকালে ময়মনসিংহ জেলার সুযোগ্য, দায়িত্বশীল ও দক্ষ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানপিপিএম (সেবা) করোনা আক্রান্ত সদস্যদের পাশে থেকে সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রেখে একজন প্রকৃত অভিভাবক হিসাবে সময়োপযোগী দায়িত্ব পালন করে আসছেন । পুলিশ সুপার আক্রান্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় ঔষধ ও পথ্য সরবরাহ, উন্নতমানের খাবার, ফল, পানি ফোটানোর সরঞ্জাম, মোবাইল ব্যালেন্স নিশ্চিতকরণসহ নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তিনি আক্রান্ত সদস্যদের পরিবারের খোঁজখরব রাখাসহ মানসিক সমর্থন যুগিয়ে চলেছেন। এছাড়া পুলিশ সুপার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী প্রদান করেছেন। ময়মনসিংহ জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের আইজিপি ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং বাংলাদেশ পুলিশের কোভিড-১৯ মোকাবেলায় নিয়ম অনুসারে ফোর্সদের নিয়মিত ব্রিফ্রিং করে মনোবল ধরে রাখা, ফোর্সদের ছোট ছোট ভাগে বিভক্ত করে ঝুঁকি হ্রাস, করোনায় আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, ত্রাণ কার্যক্রমে সহায়তা ও নিজস্ব ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ করোনা মোকাবেলায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন। এই করোনা যুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশ জনগনের দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে বলে তিনি দাবি করেছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল