ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মো: শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান বর্তমান উদ্ভুত মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে বিদ্যমান লক ডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবী মানুষ পায়ে হেটে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। এই রূপ দুর্বলতাকে কাজে লাগিয়ে এক শ্রেনীর সুবিধাবাদীরা এই সুযোগে গার্মেন্টস কর্মী ও শ্রমজীবীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নাম ভাঙ্গিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহনে দীর্ঘদিন যাবত চাঁদা আদায় করে আসছে। বিষয়টি জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা অবগত হইলে, তাৎক্ষণিক জেলা গোয়েন্দা শাখাকে উক্ত পরিবহনে চাঁদাবাজ আদায়কারীদের গ্রেফতারে নির্দেশ দেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে ইং ১৮/০৫/২০২০ তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড় হইতে চাঁদা আদায় করা কালে হাতেনাতে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠাইয়া দিবে বলে গাড়ীর চালকদের নিকট হইতে চাঁদা আদায় করিয়া আসছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মোয়াজ্জেম হোসেন (৩৮) পিতা মৃত-মিরাজ আলী সাং-চর রঘুরামপুর ৩৩নং ওয়ার্ড দেলোয়ার হোসেন (৩০) পিতা মৃত-ইদ্রিস আলী সাং-রশিদপুর ৭নং চর নীলক্ষিয়া মোঃ ইয়াকুব আলী (৩৫) পিতা-জহির উদ্দিনলল সাং-রঘুরামপুর মাঝিপাড়া জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন। ইহাছাড়া ডিবি’র এসআই মোঃ আক্রাম হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে গোয়ারী জোনাকি টেক হইতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম সোহেল(৩৫) পিতা-মোঃ সিদ্দিকুর রহমান সাং-গোয়ারী জোনাকির টেক থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, এপি/ সাং-তোতাখার ভিটা, ৪নং ওয়ার্ড ভালুকা পৌরসভা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।