১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা করোনাযুদ্ধে এসআই মোঃ মজিবুর রহমান তালুকদারের মৃত্যুতে আইজিপি’র শোক
১৮, মে, ২০২০, ৮:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশ পুলিশের আরও এক বীর সদস্য স্পেশাল ব্রাঞ্চের এসআই মোঃ মজিবুর রহমান তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে আইজিপি বলেন, করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে জনগণকে সেবা দিতে গিয়ে জীবন বিলিয়ে দিলেন গর্বিত পুলিশ সদস্য মোঃ মজিবুর রহমান তালুকদার। তিনি দেশ ও জনগণের সেবায় আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমি তার প্রতি পরম শ্রদ্ধা নিবেদন করছি।

আইজিপি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

আইজিপি বলেন, করোনাক্রান্ত পু‌লিশ সদস্য‌দের সু‌চি‌কিৎসা ও সেবায‌ত্নে স‌র্বোচ্চ অগ্রা‌ধিকা‌র নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে বেসরকারি হাসপাতালে পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

সুত্র, PHQ media