১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে করোনা সংক্রমন রোধে বাইপাস মোড়ে থার্মাল স্ক্যানার স্থাপনের দাবী ডিঅাই এডভোকেসি টিমের।।ডিসিকে স্মারকলিপি।।
২০, মে, ২০২০, ১২:৪৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ -এ সারা বাংলাদেশের ন্যায় ময়মনসিংহও অাক্রান্ত এবং ঢাকা-নারায়নগঞ্জের পরেই অবস্থানগত কারণে মৃত্যুহার ও ঝুঁকির দিক থেকে ময়মনসিংহ সর্বোচ্চ অবস্থানে রয়েছে।১৯-০৫-২০২০ তারিখ পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৩২৭ জন কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়েছে যাদের সিংহভাগই ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মী।ময়মনসিংহ জেলা ঢাকার নিকটবর্তী হওয়ায় এবং ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা ও অন্যান্য জায়গায় অবস্থানরত ময়মনসিংহ অঞ্চলের গার্মেন্টস কর্মীগণ গণপরিবহন বন্ধ থাকা ও চলাচলের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্বেও নাড়ির টানে করোনাঝুঁকি উপেক্ষা করে রিক্সা,ভ্যান,সিএনজি এমনকি হেটেও চলে অাসতে পারে বলে আশংকা করেছে সচেতন ময়মনসিংহবাসী। এই বিপুল জনস্রোত এতদ্বঞ্চলে করোনার কমিউনিটি সংক্রমন ঘটাতে পারে বলে অাতঙ্কগ্রস্থ অবস্থায় অাছেন ময়মনসিংহের মানুষ অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে।

এমতাবস্থায় ময়মনসিংহবাসীকে করোনার কমিউনিটি সংক্রমনের ঝুঁকিমুক্ত রাখতে ময়মনসিংহের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এডভোকেসি টিমের পক্ষ থেকে ১৯-০৫-২০২০ মঙ্গলবার ময়মনসিংহ জেলা তথা অত্র বিভাগের প্রবেশদ্বার শিকারীকান্দাস্থ বাইপাস মোড়ে থার্মাল স্ক্যানার স্থাপনের দাবীতে ময়মনসিংহের জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এডভোকেসি টিমের পক্ষে পেশকৃত স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়,ময়মনসিংহের প্রবেশদ্বার বাইপাস মোড়ে থার্মাল স্ক্যানার স্থাপিত হলে ময়মনসিংহে প্রবেশরতদের তাপমাত্রা স্কিনিং এর মাধ্যমে সন্দেহভাজনদের কোভিড-১৯ পরীক্ষার মাধ্যমে অাইসোলেশন,হোম কোয়ারেন্টাইন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
উল্লেখ্য ময়মনসিংহে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এডভোকেসী টিম ইতিপূর্বে বিভিন্ন সামাজিক ইস্যু ও জনস্বার্থ নিহিত রয়েছে এমন ইস্যুতে অনেক সফল কর্মসূচী বাস্তবায়ন করেছেন।