ময়মনসিংহের গৌরীপুরে ইমাম' মোয়াজ্জিন'রাজমিস্ত্রি' নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্থানীয় পাবলিক হলে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের আয়োজনে ১ম ও ২য় পর্যায়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান' উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সেঁজুতি ধর' উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা' মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি' পৌর কাউন্সিলর আব্দুর কাদির' বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগ'র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র' ছাত্রলীগ নেতা উত্তম সরকার প্রমুখ। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১৭০ জন শিক্ষকসহ সর্বমোট ৮শ জন প্রত্যেককে আতব চাল ১ কেজি' ১ লিটার সোয়াবিন তেল'১ কেজি চিনি'১ কেজি আটা' ৫ শ গ্রাম মুড়ি ও ১ টি সাবান উপহার দেয়া হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল