১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ অসহায়দের মুখে হাসি ফুটাতে ময়মনসিংহ জেলা পুলিশের খাদ্য বিতরণ
২১, মে, ২০২০, ৯:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনা মহামারির মধ্যে পবিত্র ঈদুল ফিতরে অসহায়দের মুখে হাসি ফুটাতে ময়মনসিংহ জেলা পুলিশ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। পুলিশ সুপারের নির্দেশে ডিবির ওসি শাহ কামাল আকন্দ ২১ মে, বৃহস্পতিবার বন্ধের দিনেও এই খাদ্য বিতরণ করেন। বিভাগীয় শহরের ঈশান চক্রবর্তী রোডের ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ের শিার্থী ও পাটগুদাম এলাকার মা আরিফুল মাদ্রাসার কতক শিার্থীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

করোনার মহামারি বাংলাদেশ কোনভাবেই পিছিয়ে নেই। এই মহামারিতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। নতুন করে বেকার হয়েছে অসংখ্য মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাঠ, শিল্প প্রতিষ্ঠান, যানবাহনসহ সকল কিছু বন্ধ থাকায় কর্মহীনদের সংখ্যা বেড়েই চলছে। টানা দুই মাসেরও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলতে থাকায় মানুষজন অজানা আতংকের পাশাপাশি দিন দিন ক্রমেই হতাশাগ্রস্থ হয়ে পড়ছে।

নিম্ন শ্রেণীর মানুষজন, অসহায়, অস্বচ্ছলরা আরো পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়া কর্মহীনদের রায় এবং তাদের পেটের আহার যোগাড় করতে সরকারী ও বেসরকারীভাবে পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, আপনারা ঘরে অবস্থান করুন। নিজে, পরিবার, সমাজ ও দেশকে বাচান। খাবারের জন্য একজন মানুষও মারা যাবেনা। অর্ধাহারে অনাহারে থাকা প্রতিটি মানুষের ঘরে খাবার পৌছে যাবে।

এর আগে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে সমাজের নিম্নবিত্ত, শ্রমজীবি কর্মহীন, বেকার হয়ে পড়া, দিন এনে দিন খাওয়া মানুষদের খুজে পর্যায়ক্রমে সহায়তা করে আসছেন। বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, দিন এনে দিন খাওয়া, কর্মহীন, শ্রমিক, বেদে পরিবার, নাপিত, নৌকা মাঝি, খুঁজে খুঁজে তালিকা করে তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিয়ে মানবিক পুলিশ সুপার হিসাবে পরিচিতি লাভ করেছেন। এছাড়াও লকডাউনে বিভাগীয় নগরীতে না খেয়ে ফুটপাতে পড়ে থাকা ভাসমানদের রান্না করা খাবারের প্যাকেট তুলে দিয়েছেন।

এসপি আহমার উজ্জামানের মানবাধিকতার খবর জেলার সকলস্তরে ব্যাপকভাবে চাউর হলে এসপির ফেইসবুকে আবেদন করে পঙ্গু, স্বামীহারা পরিবার। তাৎণিক ওসি ডিবি শাহ কামাল আকন্দের মাধ্যমে অসহায় পরিবারদের খুঁজে খুঁজে খাবার পৌছে দেন। একই সাথে এতিমদের বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন মানবিক এসপি।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, শুধু করোনাকালীন সময়ে নয়, পুলিশ সব সময় অসহায়দের সহায়তা করে আসছে। এই সহায়তা অব্যাহত থাকবে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক ব্যবসায়ী আরমান মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে বিভাগীয় শহরের সেনবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে আকুয়া নাসিরাবাদ কলেজ এলাকার মাইণ উদ্দিনের ছেলে। ডিবির এসআই শহিদুল ইসলাম তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাশেষে বৃহ¯প্রতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।