মুলাগুলের বহুল আলোচিত অরাজনৈতিক হাজারো তরুণ আলেমদের প্রানপ্রিয় সংগঠন "মুলাগুল জনকল্যাণ ট্রাস্ট" যা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে ইতিপূর্বে যে সকল কার্যক্রম এই সংগঠন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারই ধারাবাহিকতায় বর্তমান করোনা সংকটময় মুহূর্তে এলাকার অসহায় সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনার প্রভাবে ঘরবন্দী, অসহায় এসব পরিবারের মধ্যে জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাদের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে গত দুইদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে। এর আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মুলাগুলের এই সমাজসেবী সংগঠন এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। এছাড়াও এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনে "জনকল্যাণ ট্রাস্ট" পরিবার দীর্ঘদিন ধরে তাদের সাধ্যানুযায়ী অনুদান দিয়ে আসছে।
উক্ত ঈদ উপহার বিতরণী সংক্ষিপ্ত আলোচনায় মুলাগুল জনকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মুলাগুল হারিছ চৌধুরী মসজিদের ইমাম ক্বারি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্ত্বে ও মূলাগুল জনকল্যাণ ট্রাস্টের সভাপতি হাফিজ আহমদ মুসলিম এর পরিচালনায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য সাংবাদিক এম এ রহমান জীবন, মোঃ মুসলিম উদ্দিন মিলন, মাওলানা আব্দুশ শাকুর সাদিক, মিনহাজুর রহমান মজুমদার, মোঃ জুয়েল আহমদ,
সংঘঠনের সহ-সভাপতি হাফিজ সিতাব আহমদ, হাফিজ
হানিফুজ্জামান, হাফিজ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এম জাহিদ আল মিসবাহ
সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহফুজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ,
অর্থ সম্পাদক আবু জাফর তানভীর,সহ-অর্থ সম্পাদক হাফিজ কাউছার আহমদ,
প্রচার সম্পাদক হাফিজ জাবের আহমদ,
হাফিজ নাসির উদ্দিন, ইসলাম উদ্দিন সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল