ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা (ডিবি) ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) দিকনির্দেশনা এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ
থেকে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি ১। মোঃ সায়েম (৩০),পিতা-মমরোজ আলী, সাং-চরঈশ্বরদিয়া,২। মোঃ জমশেদ আলী (৪০),পিতা-মৃত শহর আলী, ৩। মোঃ মিন্টু মিয়া (৩৫), পিতা-মোঃ বিল্লাল হোসেন, ৪। মোঃ আব্দুল হেকিম (৫০), পিতা-মৃত আব্দুল গফুর, ৫। মোঃ লিটন মিয়াল(৪৬),পিতা-মৃত নেয়াজ আলী, ৬। মোঃ মাহতাব আলী (৪০), পিতা-মোঃ আইয়ুব আলী, সর্বসাং- শম্ভুগঞ্জ সবজীপাড়া, ৭। মোঃ আঃ আজিজ (৩০), পিতা- মোঃ আলীম উদ্দিন, ৮। মোঃ মাসুদ পারভেজ (৩০), পিতা-মৃত হেদায়েতুল ইসলাম, উভয় সাং-শম্ভুগঞ্জ পশ্চিম বাজার, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই মোঃ সাইদুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ ফুলপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মিসকিপাড়া বাজার থেকে তাস দিয়া জুয়া খেলার অবস্থা জুয়ারি ৯।ফিরোজ আহমেদ পলাশ (৪০), পিতা মৃত-মোসলেম উদ্দিন, সাং-চরনিয়ামত, ১০। মোঃ কামরুল হাসান (৩৫), পিতা-মোঃ মোদা রেজ আলী, ১১। আঃ রউফ (৪০), পিতা মৃত-আঃ করিম, ১২। মোঃ আজিজুর রহমান (৪০), পিতা মৃত-আবুল হোসেন, ১৩। মোঃ মানিকুর রহমান (৪০), পিতা-মোঃ রফিজ উদ্দিন, ১৪। উজ্জল কুমার বিশ্বাস (৫০), পিতা মৃত-ক্ষেত্র মহন বিশ্বাস, ১৫। মোঃ আঃ লতিফ (৪৫), পিতা মৃত-কলিম উদ্দিন, সর্ব সাং-মিসকিপাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ ও এসআই মোঃ আক্রাম হোসেন পিপিএম-সেবা সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে রহমতগঞ্জ দত্তপাড়া থেকে ২৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী ১৬। মোঃ নয়ন মিয়া (৩৫), পিতা মৃত-চাঁনফর আলী ফকির, ১৭। মোঃ আশরাফুল আলম ওরফে পাগলা (২৫), পিতা-মোঃ আবুল কাশেম, উভয় সাং-রহমতগঞ্জ দত্তপাড়া, ১৮। স্বপন রাজবর ( ৩০), পিতা মৃত-রুপচান রাজবর, সাং-চরনিখলা, ১৯। মোঃ আলামিন মিয়া (৩০), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-কুমুরিয়ারচর (রাজ্জাক চেয়ারম্যান এর বাড়ীর), সর্ব থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।