১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ গৌরীপু‌রে ৪ ডাকাত অস্ত্র সহ আটক
২২, মে, ২০২০, ৭:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তু‌তিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করে‌ছে পুলিশ।

বৃহস্প‌তিবার (২১ মে) রাত ১১টার দি‌কে উপজেলার কাউরাট চকবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘ‌টে।
অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শা‌খের হো‌সেন সি‌দ্দিকী জানান, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় হৃদয়, ইমাম, নিক্সন ও আয়নাল নামে চার যুবককে পুলিশ হাতেনাতে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তাদের মধ্যে হৃদয়, নিক্সন এবং আয়নালের বাড়ি উপজেলার মেসিডেঙ্গি আর ইমামের বাড়ি চল্লিশা মেসিডেঙ্গি।আটককৃত চারজন ছাড়াও শুভ নামের এক ডাকাতসহ অজ্ঞাত আরো দুই-তিনজন পালিয়ে গে‌ছে