কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী মহাসমাবেশ ও কনসার্ট কে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। মহাসমাবেশে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী দিলসাদ নাহার কণা এবং তার দল। ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ’র সচিব মোঃ শহীদুজ্জামান। এছাড়াও খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন উপস্থিত থাকবেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানিয়েছেন, মাদক আমাদের সমাজ এবং ব্যাক্তিজীবন নষ্ট করে দিচ্ছে। মাদকের কুফল বিষয়ে সর্ব সাধারনের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং কিশোর অপরাধ রুখতে মাদক বিরোধী মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দর্শকদের মন মতানোর জন্য মাদক বিরোধী কনর্সাট এ দেশ বরেন্যে সংগীত শিল্পী দিলসাদ নাহার কণা এবং তার দল সংগীত পরিবেশন করবেন।