সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে মঞ্জুর হোসেন বাবলু।
কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির বড়গ্রাম এলাকার বিশিষ্ট পাথর ব্যবসায়ী মঞ্জুর হোসেন বাবলুর নিজ অর্থায়নে তার নিজ বাড়িতে ২২ মে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এলাকার ৫ শতাধিক অসহায় লোকজনের মধ্যে ঈদ উপহার হিসাবে (শাড়ি-লুঙ্গি) বিতরণ করেছেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, পাথর ব্যবসায়ী মঞ্জুর হোসেন বাবলু, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম এ রহমান জীবন, সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব প্রমূখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল