১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রাজনীতি, স্বাস্থ্য বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা আক্রান্ত ।
২২, মে, ২০২০, ৮:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগের কৃতি সন্তান জনাব অালহাজ্ব শফিউল অালম চৌধুরী নাদেল বাংলাদেশ অাওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সংকটে দলীয় নির্দেশ মোতাবেক দেশের জনগণের পাশে থেকে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নিজেই অদৃশ্য দানব করোনা’য় অাক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য গত ১৩ ও ১৪ মে’ ২০২০ জাগ্রত ময়মনসিংহের অায়োজনে তথ্যপ্রযুক্তির সহায়তায় “করোনাকালীন সংকট মোকাবিলায় বাংলাদেশ অাওয়ামী লীগের ভূমিকা শীর্ষক লাইভ আলোচনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু,মহানগর অাওয়ামী লীগ সভাপতি অালহাজ্ব এহতেশামুল অালম এবং ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয় এর সাথে অতিথি হিসেবে বাংলাদেশ অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অালহাজ্ব শফিউল অালম চৌধুরী নাদেল ভাই যুক্ত হয়ে প্রানবন্ত অালোচনায় অংশগ্রহণ করেন ও ঈদের পূর্বে ময়মনসিংহ বিভাগের অাওয়ামী লীগের নেতৃবৃন্দকে যুক্ত করে অারো একটি লাইভ পোগ্রামে অংশগ্রহণ করার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন।