১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ আমিনুল হক শামীমের কর্মহীন দোকান কর্মচারী, হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার বিতরণ
২২, মে, ২০২০, ৮:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলে অসহায় কর্মহীন দোকান কর্মচারী, হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এর সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি আমিনুল হক শামীম সিআইপি।

ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দোকান মালিক সমিতির ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম বজলুর রহমান, চেম্বার অব কমার্সের সহ সভাপতি শংকর সাহা প্রমুখ।