বৈশ্বিক মহামারী করোনাকলীন সংকটে আকস্মিক কর্মহীন ও পবিত্র রমজান মাসে অভাবগ্রস্থ ১০০ পরিবারের মাঝে গতকাল ২২-০৫-২০২০,শুক্রবার সকাল ১০ টায় তার নিজবাড়িতে,১১ নং মোক্ষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন ত্রিশাল উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের পক্ষ থেকে মোক্ষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমিমুর এহসান পারভেজ তালুকদার।
উল্লেখ্য আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-অাহবায়ক,সাবেক সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও ত্রিশাল উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য অামিমুর এহসান পারভেজ তালুকদার করোনা সংকটের শুরু থেকেই অসহায় হতদরিদ্রের মাঝে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদান করে অাসছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল